ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস অতিবাহিত হলে ও ঝিনাইদহের কালীগঞ্জে প্রভাবশালী আওয়ামী লীগের কোন নেতাকর্মী গ্রেপ্তার হননি। শহর ও গ্রাম এলাকার বড় বড় রাঘব-বোয়াল তো দূরে থাক চুনোপুঁটিদের পর্যন্ত ধোরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনি।কালীগঞ্জে পৃথক ৩টি মামলায় প্রথম সারির নেতাসহ অন্যান্নদের নামে মামলা হলেও তাদের কাউকে খুঁজে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিগত হাসিনা সরকারের আমলে থানা সড়কে বিএনপির অফিস ভাঙচুর,অগ্নিসংযোগ,পূর্বাসা কাউন্টার ভাংচুর,অগ্নিসংযোগ,নিমতলা বাসষ্টান্ডে মতিয়ারের ব্যবসা প্রতিষ্টান ভাংচুর ও টাকা লুটের ঘটনায় কালীগঞ্জ থানায় ৩টি মামলা হয়েছে।এ সব মামলা সাবেক মেয়র,সাবেক উপজেলা চেয়ারম্যান,ভাইচ চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা হয়। কিন্তু তারা সবাই এলাকা ছেড়ে পলাতক রয়েছে। বিগত সরকারের আমলে আবদুল মান্নান ও আনোয়ারুল আজীম আনার এমপি থাকা অবস্থায় জমি দখল,চাদাবাজি,হত্যা,জখম টেন্ডারবাজিসহ এমন কোন অপরাধ মুলক কাজ নেই যা তারা করেনি।
মামলার আসামীদের নিকস্থরা বলছেন হামলা-মামলার ভয়ে দুরের আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অনেকে। কউ কেউ নাকি গোপনে দেশ ছেড়েছেন। কেউ কেউ আবার দেশত্যাগের চেষ্টা করে যাচ্ছেন। দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। সারা দেশে অনেক হেভিওয়েট নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও কালীগঞ্জে রহস্য জনক ভাবে গ্রেপ্তার নেই আবার অবৈধ অস্ত্র উদ্ধার ও হচ্ছে না। গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৫ টার দিকে থানা সড়কে বিএনপির অফিস ভাংচুর,অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট জাহিদুল ইসলাম বাদি হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে অঞ্জাত ৩০০ জন কে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিএনপি। এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি,সাবেক মেয়র আশরাফুল আলম আশরাফ ও মোস্তাফিজুর রহমান বিজু,মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, প্রয়াত এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ,ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর,আলী হোসেন অপু,নাছির উদ্দীন চৌধুরী,আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু,আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল,রাশেদ শমসের,জাবেদ হোসেন জুয়েল,শরিফুল ইসলাম, রজব আলী মন্টু, জাহাঙ্গির হোসেন সোহেল,মতিয়ার রহমান মতি, মাসুদুর রহমান মন্টু, রিংকু,মটর শ্রমিকের শরিফুল ইসলাম, রজব আলী মন্টু, রুকু,উজ্জত আলী, দরবেশ আলীসহ. ৯৪ জনের নাম উল্লেখসহ ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ৪ আগস্ট বিকাল সাড়ে ৪ টারদিকে কালীগঞ্জ পূর্বাসা কাউন্টার ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২৫ আগস্ট উপজেলার পাইকপাাড়া গ্রামের আকবর আলীর ছেলে এ, কে,এম খালেদ সাইফুল্লাহ বাদি হয়ে কালীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।মামলা নং১১।ধারা১৪৩/৪৪৭/৪২৭/৪৩৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরন উপাদানের বলি আইনের৩/৬ ধারায় মামলা রুজু করা হয়। এ মামলায় ও প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী,জনপ্রতিনিধি, শ্রমিক নেতারা রয়েছে। এ ঘটনায় ৮৩ জনের নাম উল্লেখ করে অঞ্চাত আসামি করা হয়েছে ৮০/৯০ জনের। মামলার আসামি ও পালিয়ে থাকা আওয়ামী লীগের প্রথম সারি এবং ডাকসারি নেতাদের প্রায় সকলের মোবাইল ফোন বন্ধ রয়েছে।এদিকে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেকটা গাছাড়া ভাব থাকায় কালীগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা নতুন করে সংঘটিত হয়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারে।কালীগঞ্জ এলাকটি চরমপন্থি অধ্যাসিত এলাকা হিসাবে একসময় ব্যাপক পরিচিত ছিল।গত ৪ আগস্ট আওয়ামী লীগের প্রভাবশালী ও প্রথম সারিনেতা,ইউপি চেয়ারম্যান ও অনেক নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র,রাম দাসহ বিভিন্ন অস্ত্র প্রকাশ্যে নিয়ে ভাংচুর, অগ্নিসংযোগের তান্ডব চালায় ও মহড়া দিতে থাকে প্রকাশ্যে।
কালীগঞ্জে পৃথক ৩টি মামলায় কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছে না এ নিয়ে বাদি পক্ষরা অনেকটা হতাশার কথা বলছেন ও বিভিন্ন স্থানে জল্পনা কল্পনা হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি(তদন্ত)মানিক চন্দ্র গাইন বলেন,মামলার আসামিরা কেউ এলাকায় নেই গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ও তাদের সন্ধান মিলছে না। অপরদিকে থানার সেকেন্ড অফিসার এসআই সমির বৌদ্য বলেন, মধুপুর গ্রামের সেলিম হোসেন নামে একজন কে এলাকার মানুষ ধোরে পুলিশে দেয়। এ ছাড়া অন্য আসামীদের কোন সন্ধান মিলছে না বলে আটক করা যচ্ছে না।