দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে নিজ কার্যালয়ে আলোচনা সভা, ম্যাথ মাইস্ট্রো কম্পিটিশন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৯সেপ্টেম¦র সোমবার বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার গীতা রানী সরকার, গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শুরুতে স¦াগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, গ্রুপ লিডার সামিরা আক্তার। আলোচনা শেষে ম্যাথ মাইস্ট্রো কম্পিটিশন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।