ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর এর নেতৃবৃন্দ পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। রোববার রাত ৮ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে ওই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ১৬ বছর আওয়ামী দুঃশাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি স্বাধীন মত প্রকাশ করতে পারেনি এমনকি গণমাধ্যমেরও কন্ঠ রোধ করা হয়েছিল। স্বৈরাচারী হাসিনা সরকার হেফাজত ইসলামের সমাবেশে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে। সরকারের কাছে এ গণহত্যার বিচার দাবী করেছে। তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে। এ স্বাধীনতা ধরে রাখতে তারা সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার আহবান জানান।
তারা বলেন আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক, সবার সমান অধিকার। আগামী শারদীয় দূর্গা পুজায় তাদের দলের কর্মীরা বিভিন্ন পুজা মন্ডপে ভলান্টিয়ার হিসাবে পাহাড়া দেবে। যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ। এ সময়ে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামি যুব আন্দোলন এর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন প্রমুখ।
মতবিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।