ফলজ বৃক্ষ রোপন করি পুষ্টি সমৃদ্ধ সমাজ গড়ি, বৃক্ষরোপন করুন পরিবেশ বাঁচান দেশ বাঁচান। এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর তানিয়া বাগান থেকে তিন শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ রোপনের জন্য সকল শ্রেণির মানুষের নিকট বিতরন করা হয়েছে।
টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশন এবং টিএসআই এর উদ্যোগে বৃক্ষ বিতরন অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়। সিরাজদিখান প্রেসক্লাব এর আয়োজনে মিডিয়া পার্টনার ছিল মাসিক বিক্রমপুর পত্রিকা।
জানা যায, এসটিএস ফাউন্ডেশন এবং টিএসআই এর উদ্যোগে সৈয়দ টিপু সুলতান এর অর্থায়নে প্রতি বছর পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে আম, জাম, কাঠাল, জলপাই, মালতা, পেয়ারা ও লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া ফলজ গাছ নতুন পুরাতন রাস্তার পারে খালি জায়গায় রোপন সহ সাধারণ মানুষ ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও মন্দিরে গাছ বিতরণ করা হয়ে থাকে।
সৈয়দ মাহমুদুল হাসান মুকুট এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, এসটিএস মাল্টি এগ্রো কৃষি অফিসার আজিজ আহমেদ, ডাক্তার মুস্তাক আনোয়ার, টাচিং সোলস ইন্টারন্যাশনাল অফিসার, প্যালেয়েটিভ কেয়ার সেন্টারের অফিসার, ডাক্তার মৌসুমী আক্তার, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, কুসুমপুর উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষকমোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবক আঃ হালিম টিয়া, উপ সহকারী কৃষি অফিসার সিরাজদিখান উপজেলা মোঃ মোশারফ হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।