পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দূরপাল্লার ডে কোচ চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ঐতিহাসিক তেঁতুলতলায় বৈষম্যবিরোধী ছাত্র-সমাজের ব্যানারে এমানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের নেতা হযরত আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা দুলাল, সবুজ, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা তোজাম্মেল হোসেন বিপ্লব, জাপার সভাপতি মোখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন মিঞা। বক্তারা বলেন, বাংলাবান্ধা টু ঢাকা মহাসড়কটি একটি এশিয়ান হাইওয়ে হওয়া সত্ত্বেও পঞ্চগড় জেলা মোটরমালিক সমিতি এই রুটটিকে পকেট রুট হিসেবে গন্য করে তেঁতুলিয়া থেকে ডে কোচ, ময়মনসিংহগামী বিআরটিসি, বাংলাবান্ধা স্থলবন্দর ও হিলি স্থলবন্দরগামী দুপুরে দুটি বিআরটিসি সহ তেঁতুলিয়া হতে রংপুর গাইবাদ্ধাগামী বিআরটিসি দূরপাল্লার বাসগুলোকে চলাচল করতে দিচ্ছে না। দূরপাল্লার এই বাসগুলো তেঁতুলিয়া থেকে চালাতে গেলে পঞ্চগড় জেলা মোটরমালিক সমিতি মোটা অংকের চাঁদা দাবী করে বসেন যে কারণে গাড়ীগুলো মালিক ঢুকাচ্ছে পারছে না। ফলে তেঁতুলিয়া উপজেলার সাধারণ মানুষ ও ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া দূরপাল্লার গাড়িগুলো চালু হলে বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্পে তেঁতুলিয়ায় পর্যটকদের যাতায়াত সহজিকরণ হবে এবং অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তরা পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতিকে হুশিয়ারি দিয়ে বলেন, এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসেন। যদি আজকের মানবন্ধনের পর তেঁতুলিয়া থেকে ডে কোচ সহ অন্যান্য বিআরটিসি বাসগুলো সরাসরি চালুর ব্যবস্থা গ্রহন করা না হলে ছাত্র-জনতার সমন্বয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।