বিএনপির নাম ভাঙ্গিয়ে মামলা ও চাঁদা দাবি করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সামসুল হক লিমন (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে ভুল স্বীকার করায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে নিয়ে মুচলেকা দেন। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য বুলুর হাতে তুলে দেন। লিমন কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকার রবিউল ইসলামের পুত্র।
বিএনপি নেতারা জানান, শেখ হাসিনা পতনের পর দলের বিভিন্নজনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছিল। পরে ভুক্তভোগীর যাকারিয়া হোসেন লেবু অভিযোগ দিলে তাকে ডেকে আনা হয়। পরে সেখানে সবার সামনে ভুল স্বীকার ও ভবিষ্যৎতে এমন কাজ করবে না বলে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের কাছে মুচলেকা দেন। ভুক্তভোগীর অনুরোধে পুলিশে হাতে না দিয়ে ইউপি সদস্যকে দেয়া হয়েছে।
ভুক্তভোগীর যাকারিয়া হোসেন লেবু জানান, সরকার পতনের পর লিমন ছাত্রদলের পরিচয় দিয়ে ফোন দিয়েছে। পরে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে ৫০ হাজার টাকা দাবি করেন। না হলে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় জরিয়ে দিবে বলেও হুমকী দেন। পরে বিএনপির অন্যতম সদস্য নেতা ফারহান উদ্দিন পাশা, যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠু ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনায়দুল হক পাতলাকে জানালে ডেকে আনেন। এ সময় অভিযুক্ত লিমন চাঁদা চাওয়ার বিষয়টি স্বীকার করেলে তাকে প্রথমবারের মত সতর্ক করে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দেয়া হয়।
চাঁদা চাওয়ার বিষয় স্বীকার করে অভিযুক্ত লিমন জানান, আমাকে আওয়ামী লীগের শাসন আমলে স্থানীয় লোকজন হুমকি দামকি দিয়েছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিলাম। তারা আমাকে কোন টাকা পয়সা দেয়নি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা জানান, ছাত্রদলের পরিচয় দিয়ে লিমন নামে এক ছেলে চাঁদা দাবী করেছিল, বিষয়টি আমাদের নেতাকর্মীদের নজরে আসে। পরে ঐ ছেলেকে সতর্ক করে দেয়া হয়েছে। তাকে স্থানীয় মেম্বারের হাতে তুলে দেয়া হয়েছে। লিমন ছাত্রদলের কোন কমিটিতে নেই। সে দলের নাম ভাঙ্গানোর চেষ্টা করেছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।