ময়মনসিংহে নব নিযুক্ত ডিআইজি ড. আশরাফুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের যে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে তা উদ্ধারে কাজ করছে পুলিশ। তিনি বলেন, পুলিশ সদস্যদের ভিতরে এখন ট্রমা কাজ করছে, আতঙ্ক কাজ করছে। সেই আতঙ্ক দূর করার জন্য আমরা ফোর্সদের সাথে কথা বলছি। তাদেরকে অভয় দিচ্ছি। ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। দীর্ঘদিন যে পুলিশী ব্যবস্থা দেখে আসছেন, তার কিছুটা পরিবর্তন আপনারা দেখবেন। পুলিশের নতুন সেটআপ দিয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্ঠা করা হবে। যদি কোন ব্যত্যয় থাকে আমাদের জানাবেন সেগুলো শুধরে নেয়া হবে। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস কল্যাণ শেডে ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ডিআইজি ও পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নব নিযুক্ত ডিআইজি আরো বলেন, আমরা আইনের পুলিশ। আইনের ধারায় যা বলা আছে, পুলিশ সেভাবেই কাজ করবে। এটায় কোন বাঁধা আসলে সেটা আমরা দেখবো। এখন থেকে পুলিশ বাদী হয়ে কোন মামলা করবে না। আপনারা মামলা করবেন, আপনারা অভিযুক্ত চিহ্নিত করবেন। আমরা পুলিশ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেব।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ, যানযট নিরসনসহ উন্নত পুলিশি সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করা হবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় নব নিযুক্ত পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, সাংবাদিক এম আইয়ূব আলী, শামসুল আলম খান, স্বাধীন চৌধুরী, শিবলী সাদিক খান বক্তব্য রাখেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।