পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩৪ নং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকরা ইসলাম ধর্ম শিক্ষার ক্লাস নিচ্ছেন ফলে অভিভাবকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় কোন হিন্দু পরিবার নেই তা সত্ত্বেও ওই বিদ্যালয় পাঁচ জন শিক্ষকই হিন্দু। বর্তমানে বিদ্যালয়টি ৯৮ জন শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে পাঁচজন। এলাকাবাসী ও সচেতন জনগণ জানান, ওই বিদ্যালয়ে মুসলিম কোন শিক্ষক না থাকায় ইসলাম ধর্মীয় বিষয়ক পাঠদানে খুবই বিঘ্ন ঘটছে। সনাতন ধর্মের অনুসারী শিক্ষকদের ইসলাম ধর্মীয় বিষয় সম্পর্কে বিশেষ কোন ধারণা না থাকায় তারা ইসলাম শিক্ষা বিষয় পাঠদান করতে পারছে না। অভিভাবক মোঃ হাসান খান বলেন, আমাদের ছেলেমেয়েরা সবাই মুসলিম অথচ দুঃখের বিষয় ওই বিদ্যালয় কোন মুসলিম শিক্ষক নেই। যার ফলে ইসলাম বইতে আরবির হরফসহ বিভিন্ন বিভিন্ন হাদিস কোরআন হিন্দু শিক্ষকরা পড়াতে ব্যর্থ হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বিভিন্ন স্থানে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদ্মরানি রানী দত্ত বলেন, আমাদের বিদ্যালয় কোন মুসলমান শিক্ষক না থাকায় বাধ্য হয়ে আমরা ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছি তাতে করে ক্লাস নিতে আমাদের সমস্যা হচ্ছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি। অবিলম্বে ওই বিদ্যালয় একজন মুসলিম শিক্ষক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, ওই বিদ্যালয় আমি সরেজমিনে গিয়েছি এবং বিষয়টি অতি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চলতি সপ্তাহের ভিতরে ওই বিদ্যালয়ে ডেপুটেশনে একজন মুসলিম শিক্ষক দেওয়া হইবে।