আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশালের আদালতে দেখা মিলছে না আওয়ামীপন্থি সিনিয়র আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের (পিপি)। তাদের অনুপস্থিতির কারণে অনেক মামলা আটকে আছে। তাই জরুরি ভিত্তিতে সৎ ও মেধাবী পিপি নিয়োগের দাবি করেছেন আইনজীবীরা।
সূত্রমতে, জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার একটি কক্ষে একেএম জাহাঙ্গীর অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি সাইনবোর্ড টানানো রয়েছে। এই কক্ষেই নিয়মিত আইনি সেবা দিতেন জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি একেএম জাহাঙ্গীর। একই সাথে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। এরইমধ্যে তিনি একটি মামলার আসামিও হয়েছেন।
আদালতে অনুপস্থিত রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সরকারের সাবেক দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ অর্ধশত আওয়ামী লীগের প্রভাবশালী আইনজীবী ও সরকারি কৌঁসুলি। তাদের চেম্বারের জুনিয়র আইনজীবীরা বলেন, আমরা সিনিয়রদের মামলাগুলো চালাচ্ছি।
আর্শিব উদ্দিন শাওন নামের এক আইনজীবী বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর যেসব মামলা পরিচালনা করতেন, সেগুলো বর্তমানে চেম্বারের জুনিয়র আইনজীবীরা পরিচালনা করছেন। তিনিসহ তার চেম্বারে বেশ কয়েকজন আইনজীবী রয়েছে দাবি করে তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যা নেই। বরিশাল আইনজীবী সমিতিতে সবাই এক হয়ে কাজ করছি। তবে একেএম জাহাঙ্গীর বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে কেহই কিছু জানে না বলে দাবি করেছেন এই আইনজীবী।
অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল নামের আরেক আইনজীবী বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সব মামলা তার চেম্বারের আইনজীবীরা পরিচালনা করছেন। যেকারণে কোথাও কোনো সমস্যা হচ্ছেনা।
আইনজীবী সাদিকুর রহমান লিংকন বলেন, জেলা আইনজীবী সমিতির যেসব সদস্য সরকারের আজ্ঞাবহ থাকতেন তারাই বিভিন্ন সময় পিপি-জিপি ও এপিপি নিয়োগ পেতেন। এখানে ছিলো না মেধার কোন মূল্যায়ন। ফলে বিভিন্ন আদালতে কাটতো না মামলার জট। যে যেভাবে পারতেন শুধু মামলার মাধ্যমে টাকা আয়ের চিন্তায় ব্যস্ত থাকতেন। যেকারণে বিচারব্যবস্থায়ও ধীরগতি দেখা দিয়েছে। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর সরকারের আজ্ঞাবহ বেশিরভাগ আইনজীবীদের দেখা মিলছেনা। যে কারণে বিচারব্যবস্থায় ধীরগতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে মামলার জট।
মারিফ বাপ্পি নামের আরেকজন আইনজীবী বলেন, আদালতে বর্তমানে ১২৯ জন সরকারি কৌঁসুলি রয়েছেন। কিন্তু গত ৫ আগস্টের পর অনেক আদালতেই সরকারি কৌঁসুলিদের দেখা মিলছেনা। তিনি আরও বলেন, এমনিতেই আদালতে মামলার জট। এমন অবস্থায় সরকারি কৌঁসুলিদের অনুপস্থিতি এই জট আরও বৃদ্ধি পাঁচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ পান্না বলেন, আদালতে যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তদবিরে নয়, মেধার ভিত্তিতে সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়ার মাধ্যমে মেধাবীদের মূল্যায়ন করতে হবে। তদবির কিংবা দলীয় পরিচয়ে না দিয়ে মেধার ভিত্তিতে সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দ্রুত মামলার জট কেটে যাবে।