চাচাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি ভাতিজা হৃদয় খানকে (৩০) গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরধরে কোতোয়ালি মডেল থানা এলাকার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের এনায়েত খানের ছেলে হৃদয় খান সহ অন্যান্যরা তার আপন চাচা আবুল কালামকে (৫০) গত ১৬ জুলাই সন্ধ্যায় কুপিয়ে হত্যা করে। একইসময় আসামিরা আবুল কালামের স্ত্রীসহ অন্যান্য সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুনাহার বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপন করেন। র্যাব সূত্রে আরও জানা গেছে, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামির অবস্থান শনাক্তের পর রোববার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি এলাকার বিআরটিএ ভবন সংলগ্ন স্থান থেকে হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়।