জেলার সকল নদীসহ সাগরের জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। ফলে দামও কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন জেলে ও মাছ বিক্রেতারা। সোমবার সকালে নগরীর পোর্ট রোডের ইলিশ মোকামসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ক্রেতাদের দাবি, ইলিশের দাম কিছুটা কমলেও মাছের আধিক্যের তুলনায় তা আশানুরূপ নয়। মৎস্য কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করে বলেছেন, চাহিদা বেশি থাকায় মাছের দাম যে পরিমান কমার কথা ছিলো, সেই পরিমান কমেনি। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার মাছ ব্যবসায়ী হুমায়ুন হাওলাদার জানান, বর্তমানে নদীতে পানি ও স্রােত থাকায় ইলিশ মাছ আসতে শুরু করেছে। গত তিনদিনে মেঘনাসহ অভ্যন্তরীন নদীগুলোতে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ছে। যে কয়েকদিন নদীতে পানি ও স্রােত থাকবে, সেই কয়দিন ইলিশ পাওয়া যাবে। বর্তমানে সাগরসহ মোহনায় ভালো মাছ ধরা পড়ছে। তাই দামও কমতে শুরু করেছে।
নগরীর পোর্ট রোডের আড়তদার ইয়ার মীর বলেন, বর্তমানে পোর্ট রোডে ইলিশের আমদানি ভালো। এতে মাছের দামও কমতে শুরু করেছে। ৮ সেপ্টেম্বর পোর্টরোড মোকামে সাতশ’ মন ইলিশ বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, সোমবার পোর্টরোডে এক কেজি সাইজের ইলিশ ১৫শ’, এক কেজির নিচে এলসি সাইজ ১৪৫০, আধা কেজি সাইজের ইলিশ ১২শ’, তিন থেকে সাড়ে চারশ’ গ্রাম সাইজের ইলিশ প্রতিকেজি ৮৭৫ টাকা ও জাটকা ছয়শ’ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বর্তমানে ভালো ইলিশ মাছ ধরা পড়ছে। তবে যে পরিমান মাছ ধরা পড়ছে তাতে দাম সেইভাবে কমছে না। এর প্রধান কারণ হচ্ছে চাহিদা। দেশের মানুষ সবাই এখন ইলিশ কিনতে বাজারে ছুটছেন। যেকারণে বিক্রেতারাও চাহিদা বেশি থাকায় নানা অযুহাতে তেমন দাম কমাচ্ছেন না।
তিনি আরও বলেন, আগে মানুষ একটি বা দুইটির বেশি মাছ কিনতো না। সকলের কাছে স্থানীয় নদীর মাছের চাহিদা বেশি থাকায় এখন একেকজন ১০টি মাছও কিনে ফ্রিজিং করে রাখছেন। তাই নদীর মাছের দাম কমে না। তবে সমুদ্রের মাছের দাম কমেছে। বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, সমুদ্রে ধরা পড়া ইলিশ মাছের কেজি এক হাজার থেকে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।