মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘাতে জড়ানো নগরীর কেডিসি বস্তির আলোচিত সন্ত্রাসী আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, সেনা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলামিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এর আগে রোববার বিকেলে আলামিন বাহিনীর সাথে স্থানীয় বিএনপি কর্মীদের বিরোধের সৃষ্টি হয়। উভয় গ্রুপ সংঘবদ্ধভাবে বস্তিতে অবস্থান নেয়। এ সময় আলামিন ও তার সহযোগিরা কয়েকজনকে ধাওয়া দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের লোকজনদের প্রতিহতের ঘোষণা দিয়ে সংঘাতে জড়ায়।
১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, সরকার পতন হলেও আওয়ামী লীগের ক্যাডার আলামিন এতোদিন বস্তিতে আধিপত্য ধরে রেখেছিল। এরপূর্বে সন্ত্রাসী আলামিন গত ৪ সেপ্টেম্বর যুব ও শ্রমিক দলের পাঁচজনকে কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।