খুলনার ডুমুরিয়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দু'দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি আয়েজিত উদ্বোধনী সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তর'র উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি ছিলেন
অতি:উপপরিচালক(উদ্যান),মোঃ আবদুস সামাদ,
জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা,অতি: কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলাম প্রমূখ।প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক-কিষানীর মাঝে ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।