ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক উৎসব ও কর্মশালার-২০২৪ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসব ফাইনাল রাউন্ডের সভাপতি দায়িত্ব পালন করেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ।
বির্তকের বিষয় ছিল- 'রাষ্ট্র সংস্কারে প্রশাসন নয়, জনগণই মূখ্য ভূমিকা পালন করে '। এতে বিপক্ষ দল ১৯৭.৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিপক্ষ দলের দলনেতা নাশিদ আল ফুয়াদ।
বিতর্কে বিচারকমণ্ডলী ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুল হক, সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ ও নুরুল আমিন এবং মর্ডারেটর দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাজাহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সব জায়গায় শিক্ষার্থীরা কথা বলা শিখতে পারবে। বিতর্ক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা সোনার বাংলার নেতৃত্ব দিবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।