পাইকগাছার বানভাসি এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেছে দাকোপ খুলনা শিক্ষা পরিবার।
বেড়ীবাধ ভাঙনের ফলে প্লাবিত হওয়া উপজেলার দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি) এর পক্ষ শিক্ষা উপকরন বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ এলাকার উদয়ন বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিনগর ও দারুন মল্লিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ শিক্ষার্থীর মাঝে ছাতা, জলের বোতল, স্কুল ব্যাগ, খাতা কলমসহ মোট ১০ প্রকারের উপকরন প্রত্যেক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। সংগঠনটির শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে ত্রান সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এই উপকরন বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি হেমন্ত কুমার বৈদ্য, কোষাধক্ষ্য অনিমেষ মন্ডল, সমন্বয়ক অসীম ঘরামী, সদস্য অলোকেশ রায়, অচ্যুত প্রসাদ মিস্ত্রি, সৌমেন মন্ডল, অনুপম গোলদার উপস্থিত ছিলেন।