জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্টার-প্রক্টর-প্রভোস্ট নাথাকায় স্থবিরতা দেখা দিয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুৎ হবার পর ভিসি-রেজিস্টারসহ একযোগে ৫জননের পদত্যাগের পর এমন অবস্থা বিরাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্তর্জাতিক বিজ্ঞানী প্রফেসর ড. কামরুল আলম খানকে ভিসি নিয়োগ দেয়া হয়। একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক প্রফেসর ড. সৈয়দ ফারুক হোসেনকে রেজিস্টার পদে নিয়োগ দেয়া হয়েছিল। মেয়াদ পূর্তির আগেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দাবির মুখে ৭ আগস্ট তারা একযোগে পদত্যাগ করেন। ভিসি-রেজিস্টার নাথাকায় বিশ্ববিদ্যালয়ের কাজে যেমন স্ববিরতা দেখা দিয়েছে। তেমনি আটকে আছে বেতন-ভাতাদিও।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম জানান-নিয়মানুযায়ী ভিসির অবর্তমানে প্রোভিসি দায়িত্ব পালন করার কথা। প্রোভিসি নেই। ডিন কাউন্সিলের কোন সিনিয়র শিক্ষক ভিসির অবর্তমানে দায়িত্ব পালন করবেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ডিন নাই। ভিসির দায়িত্ব কিংবা ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব পালনের মতো প্রফেসরও নেই। চুক্তিভিত্তিক প্রফেসর নিয়োগ দেয়া থাকলেও আইনগতভাবে সেটা কভার করে না। অনুরূপভাবে রেজিস্টার না থাকলে উপরেজিস্টার দায়িত্ব পালন করার কথা। উপরেজিস্টার হিসেবে মোঃ জমরুদ হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২ সেপ্টেম্বর শেষ হয়েছে। এ ছাড়াও সহকারি রেজিস্টার কিংবা অন্য কোন ব্যক্তিকে চলতি দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভিসির অনুমোদন লাগবে। ভিসি নাই। অনুমোদন দেবে কে?
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক ড. সাদিকুর রহমান ইমন জানান-প্রশাসন ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চালানো কঠিন। ভিসির দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ে কোন প্রফেসর নেই। প্রফেসর নিয়োগে ৩ বার সার্কুলার দেয়া হয়েছিল। কিন্তু কোন আবেদন জমা পড়েনি। বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের চেয়ারম্যানরা বসছিলাম, সেখানে প্রফেসর হিসেবে নিয়োগ দেয়ার মতো কাউকে পাওয়া যায়নি। ভিসি-রেজিস্টার নিয়োগ এবং ক্লাস চালু রাখার দাবিতে শিক্ষার্থীরাও আন্দোলন চালিয়ে আসছেন। ২১ আগস্ট থেকে সকল শিক্ষকদের পরামর্শক্রমে অ্যাকাডেমিক চালু করতে পেরেছি। কেমন ভিসি চাই? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-আমরা ভিসি হিসেবে সাইন্স এ- টেকলোজিস্টের প্রত্যাশা করছি। অনেকের কাছেই অনেক ভিসির নিয়োগ পাবার বিষয়ে কল্পকাহিনী আলোচনা হচ্ছে। তার সাথে বাস্তবতার মিল নাই।
সাধারণ শিক্ষার্থী মিরাজ হাসান জানান-সততার সাথে বিশ্ববিদ্যালয়কে প্রত্যাশার জায়গায় নিয়ে যেতে পারবে এমন দক্ষ-যোগ্য ভিসি চাই। একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে ভিসি হিসেবে দেখতে চাই।
সমাজকর্ম বিভাগের শিক্ষক ড. আল মামুন সরকার জানান-বিগত ভিসিরা রাজনৈতিক প্রভাবে সাংবাদিক সমিতিসহ সব কিছুই দাবিয়ে রেখেছে। বিজ্ঞান-প্রযুক্তিবিদ এবং ঢাকা কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাউকে ভিসি নিয়োগ দিলে ভালো হবে। স্বৈরাচারি-দুর্নীতিবাজ-রাজনীতি প্রভাবমুক্ত নতুন ভিসি চাই।
এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিজ্ঞানী-গবেষক ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুনজুরুল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন প্রফেসর ড.একেএম নওশাদ আলম, (বাকৃবি)’র ফিশারিজ বায়োলজি এ- জেনেটিক বিভাগের প্রফেসর ড. গোলাম কাদের, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন এ- ম্যানেজমেন্ট বিভাগের সাবেক ডিন ও চেয়ারম্যান প্রফেসর ড. বদিউজ্জামান, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এ- মেরিন সাইন্স বিভাগের সিনিয়র প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
এদের মধ্যে প্রফেসর জাহাঙ্গীর আলম জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে জাপান, ইউএসএ এবং বাদশা ফাহাদ কিংস ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞানী ও গবেষক হিসেবে তাঁর বেশ পরিচিতিও আছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই সক্রিয় ছিলেন। তিনি বৈষম্যবিরোধী শিক্ষক আন্দোলনেও সরব ছিলেন। তিনি বর্তমান অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. ইউনুছ এবং বিএনপি’র সাবেক মন্ত্রী ড. মঈন খানের খুব কাছের মানুষ হিসেবেও অনেকের কাছে আলোচিত হচ্ছেন। তিনি সৎ-প্রতিবাদি এবং বিপ্লবি। তিনি জানান-সরকার আমার সিভি নিয়েছে। কি করবে জানি না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনজুরুল করিমের দৃষ্টিআকর্ষণ করলে তিনি জানান-আমাকে কোন বিশ্ববিদ্যালয়ের আমাকে ভিসি হিসেবে নিয়োগ দেবার কথা না। কারণ আমি কোন রাজনীতি করি না। একজন গবেষকের কাজ করছি। ভিসির তালিকায় যদি আমার নাম প্রস্তাব আসে, তাহলে অরাজনৈতিক কোন পোস্ট থাকলে, সেটা হতে পারে।
পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বদিউজ্জামান জানান-ভিসির নিয়োগে আমার কোন লবিং নাই। গবেষক হিসেবে আমার নিজ এলাকায় কাজ করতে চাই। তবে সরকারের নির্দেশনার বাইরে যাবার সুযোগ নাই।