শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর থেকে গণ মানুষের রাজনৈতিক ক্লান্তিকালে দিঘলিয়া জামায়াত-শিবির নেতা-কর্মীদের থানা পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাহারাদারের ভূমিকায় অবস্থান গণমানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দিঘলিয়ার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ, পুলিশের কর্মবিরতি পালন দিঘলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় বড় ধরণের শূণ্যতা সেই সময়টাকে পুজি করে এ জনপদের চারপাশে যখন দুর্বৃত্তদের হামলা, লুটপাট, ভাংচুর ও চাঁদাবাজির দামামা বেজে উঠেছিল সেই সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত থানা পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের পাশে এসে পাহারাদারের ভূমিকায় এসে হাজির হয়। তারা পালাক্রমে গোটা হিন্দু এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল হিন্দু সম্প্রদায়ের এলাকায় এলাকায়। তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছিল 'আপনাদের কোনো ভয় নেই। আপনারাও আমাদের মত এ দেশের নাগরিক। আমরা আছি আপনাদের পাশে। আপনারাও শক্ত মনবল নিয়ে আমাদের সাথে দাঁড়ান। কেউ আসতে সাহস করবেনা।'
দিঘলিয়ার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তায়ণ ঘটলেও হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অশুভ শক্তি ভর করতে পারেনি। দিঘলিয়া কেন্দ্রিক হিন্দু সম্প্রদায়ের সংগঠনের জরীপ মোতাবেক কোনো একটা মন্দিরে হামলা হয়নি। তবে বিচ্ছিন্নভাবে পর্দার আড়ালে চাঁদাবাজীর ঘটনা ঘটেছে যা প্রতিরোধ করা যাচ্ছেনা। কারণ হিসেবে জানা গেছে ভুক্তভোগীরা মুখও খুলছেনা অপরদিকে প্রতিরোধে এগিয়েও আসছেনা মনবল শক্ত করে।
এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের একজন সাংবাদিক কিশোর কুমার এ প্রতিবেদককে জানান, দিঘলিয়ায় দেশের এই ক্লান্তিলগ্নে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশের ন্যায় দিঘলিয়ায় যে ভূমিকা পালন করেছে তা এদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
দিঘলিয়ায় জামায়াত-শিবির নেতা কর্মীদের আইন-শৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা নিয়ে কথা হয় দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীবিহীন অবস্থা লগ্নে চারদিকে হামলা, লুটপাট, ভঙ্গচুর ও লুটপাটের লোমহর্ষক পরিবেশ সৃষ্টিতে গোটা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে চরম আতঙ্ক নেমে এসেছিল। আমাদের মাঝে এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা এদেশে থাকতে পারব কিনা এমন শঙ্কা কাজ করছিল। এ সময় দিঘলিয়া উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আমাদের মাঝে এসে পাহারাদারের ভূমিকায় দাঁড়ানোর কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে সৎসাহস যুগিয়েছিল। যে কারণে মুসলমানদের বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘের-বেড়িতে যেভাবে দুর্বৃত্তদের হামলা, লুটপাট, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই তুলনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন খুবই ভালো অবস্থানে ছিল ও আছে।