কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সংগ্রহের ফরম বিতরণ শুরু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও সদস্য যাচাই বাচাই কমিটির সদস্যরা। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের মধ্যে এসব সদস্য সংগ্রহের ফরম তুলে দেন প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. লুৎফুর রশিদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেখ মাসুদ ইকবাল, যাচাই বাচাই উপকমিটির সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সুলতান রায়হান ভুঁইয়া রিপন, শাহ আশরাফ উদ্দিন দুলাল, আমিনুল হক সাদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। সাংবাদিক সদস্য ফরম বিতরণ চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।