ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানটি এখন বিএনপি নেতা আব্দুর রহিম মিয়ার দখলে। গত ৫ই আগষ্ট সরকার পতনের পর উপজেলার চুন্টার ওই অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলন কারীরা। পরক্ষণেই ক্রয়সূত্রে মালিকানা দাবী করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামের অফিসটি নিজের দখলে নিয়ে নেন চুন্টা ইউপি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সরকার পতনের পরই নিজের মালিকানা অফিস দখল করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করছেন আওয়ামী লীগ নেতা মো. মাসুদুর রহমান। সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার চুন্টা বাজারের উত্তর পাশের মার্কেটে কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মাসুদুর রহমান ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামে একটি অফিস করেছেন গত ৮-১০ বছর আগে। কেন্দ্রীয়, জেলা বা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ওই অফিসেই বসতেন। মাসুদুর রহমানও এলাকায় আসলে ওই অফিসেই বসতেন। গত ৫ ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পরই ওই অফিসে হামলা করে স্থানীয় আন্দোলন কারীরা। ভাংচুর লুটপাট শেষে আগুন জ্বালিয়ে দেন তারা। পরে অফিসটির দখল নিয়ে নেন চুন্টা ইউপি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া। বর্তমানে ওই ফাউন্ডেশনে বিএনপি নেতা রহিমের ছেলে নাজমুল ইসলাম পুরাতন দরজা জানালা বিক্রির ব্যবসা করছেন। আব্দুর রহিম বলছেন, আরো চার বছর আগে মাসুদুর রহমানের ছোট ভাই রহিমের কাছ থেকে ওই অফিসটি ক্রয় করেছেন। আর মাসুদুর রহমান বলছেন, আমার ছোট ভাই এই প্রতিষ্ঠানের মালিক নয়। প্রকৃত পক্ষে আমি নিজেই মালিক। পিতার দায়িত্ব নিয়ে ছোট ভাইকে লালন পালন করেছি। তাই এখন ষড়যন্ত্র ও নীলনকশায় সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় বিএনপি নেতা রহিম মিয়া আমার প্রতিষ্ঠানটি দখলে নিয়েছে। আবার কথা বলায় আমাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। নিজের জীবন বাঁচাতে আমি এখন এলাকা ছাড়া। ক্ষমতায় আসার আগেই দলের ইউনিয়ন পর্যায়ের নেতার এহেন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছেন দলের দায়িত্বশীলরা।