মুলাদী উপজেলার এক গ্রাম থেকে এক রাতে ৯টি গরু চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের তিন বাড়ি থেকে গরুগুলো চুরি হয়। এর মধ্য মাসুদ সরদার নামের এক কৃষকেরই ৫টি গরু চুরি হয়। এ ঘটনায় রোববার দুপুরে দুই কৃষক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেছেন। এক রাতে তিন বাড়িতে গরু চুরির ঘটনায় বাটামারা ইউনিয়ন ও আশপাশের এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। থানায় অভিযোগে মাসুদ সরদার উল্লেখ করেন, তার ৭টি গরু রয়েছে। গত শনিবার দিবাগত রাতে ঘুমানোর পর রাত দেড়টার দিকে উঠে গোয়াল ঘরে ৭টি গরু দেখতে পান। ভোর ৪টার দিকে ঘুম ভাঙলে বসত ঘরে দরজা খোলা দেখে দ্রুত গোয়াল ঘরে গিয়ে দেখেন ৫টি গরু নেই। গরুগুলোর দাম প্রায় সোয়া ৫ লাখ টাকা। চরআলিমাবাদ গ্রামের মিনুছ সরদার বলেন, শনিবার দিবাগত রাতে তাঁর দেড় লাখ টাকা দামের দুটি গরু চুরি হয়েছে। একই রাতে জালাল হাওলাদারের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়। এক রাতে গ্রামের ৯ চুরির ঘটনায় ওই এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামের কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গরু চুরির ঘটনায় দুই কৃষক অভিযোগ করেছেন। ওই এলাকায় জনসচেতনতা বাড়ানোসহ নিয়মিত পুলিশ টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।