বিভিন্ন গণ মাধ্যমে "লালপুরে মাদ্রাসা ও বাড়িঘর ভাংচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
লালপুরে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ছেলা লিখিত বক্তব্যে জানান, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে দৈনিক মুক্তি সমাচার পত্রিকা, প্রতিদিন চিত্র, প্রতিদিন খবর সহ বিভিন্ন গণ মাধ্যমে "লালপুরে মাদ্রাসা ও বাড়িঘর ভাংচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা" শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা -প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ছেলা।
তিনি জানান, লালপুর থানার বালিতিতা মৌজায় আর, এস ৫০০ নং দাগের মূল মালিক নবীরন বেওয়া। ওই নবীরন বেওয়া মারা গেলে তার দুই পুত্র বিচ্ছাদ আলী ও আরশেদ আলী ওয়ারিস সূত্রে মালিক হয়। ওই বিচ্ছাদ ও আরশেদ আলী গত ০৫/১১/১৯৭৫ ইং তারিখে ৩১৫৪৯ নং দলিলে ০১ শতাংশ সম্পত্তি ও গত ১৩/১১/১৯৭৬ ইং তারিখে ৫৭০১ নং দলিল মূলে ৯ শতাংশ সম্পত্তি আমার ভাই মকলেছুর রহমান, মোখাক্ষর হোসেন ও আমার নিকট বিক্রয় করেন। এই ভাবে আমি ৩ শতাংশ সম্পত্তি পেয়ে সুদীর্ঘ প্রায় ৪৫ বছর ভোগ দখল করছি। পরবর্তীতে বি,আর,এস ২১৯৩ নং দাগ যথারিতি আমার নামে বি,আর, এস ১৪৭২ নং খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে। উক্তরুপ ভাবে সম্পত্তির বৈধ মালিক থাকা অবস্থায় গত ২১/০৬/২০২৩ ইং তারিখে কিছু সন্ত্রাসী আমার সম্পত্তি জবর দখল করার চেষ্টা করে। আমি তখন লালপুর থানা পুলিশ ও আদালতের সহায়তা নেয়। আমরা গত ০৭ আগস্ট ২০২৪ তারিখে আমার ওই জায়গা সংষ্কারের জন্য উদ্যোগ নিলে প্রতিপক্ষরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে আমাদের উপর অতর্কিত ভাবে আক্রমণ করে।
এ সময় প্রতিপক্ষের হামলায় আমার ভাতিজা ইমরানক, জিল্লুর সহ আমাদের মারপিট করে আহত করে। এ ঘটনায় লালপুর থানায় আমরা এজাহার দায়ের করি। ওই মামলায় আসামিরা হাজতে রয়েছে।
এই বিষয়গুলোর সঠিক ভাবে তথ্য না নিয়ে বিভিন্ন গণমাধ্যমে "লালপুরে মাদ্রাসা ও বাড়িঘর ভাংচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা" শিরোনামে
সংবাদ উপস্থাপন করা হয়েছে। আমি ওই প্রকাশিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জাবেদ আলী বাদী হয়ে ১৮৯/১৮ নং দলিল বাতিলের মোকাদ্দমা করে। ওই মোকাদ্দমা গত ১৮/১/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালত খারিজ করে দেন। তারা সম্পত্তিতে কোন ধরনের ডিগ্রী পায় নাই। প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ্য করা হয় যে, ওই জায়গায় মাদ্রাসা রয়েছে। এটা ভিত্তিহীন। আমি আমার জায়গায় কোন মাদ্রাসা দেয় নাই।
আমরা আহত রুগীদের নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলাম, আমি তাদের বাড়িতে যায়নাই এবং তাহাদের বাড়িঘর আমরা ভাংচুর করি নাই। তারা নিজেরা বাড়ি ভাংচুর করে আমাদের দোষারোপ করছে। এতে আমার মানসম্মানের হানি হয়েছে। আমি ওই সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য থাকে যে, আমাদের দলিলের দাতা আরশেদ আলী জীবিত আছেন। তিনি প্রকাশ্যে দলিলের বৈধতা বিষয়ে স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লিখিত ঘটনার সত্যতা যাচাই পূর্বক যথাযথভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান। সেই সাথে হামলাকারীদের বিচারের দাবি জানান।