রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। পরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেয়। মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা।
বিএনপি'র নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী শনিবার রাতে পীরগাছা থানায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমিনুল ইসলাম রাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
বিক্ষোভ মিছিলটি পীরগাছা বাজার প্রদিক্ষণ করে এবং বিএনপি নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি দেন।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজা, যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবদুল আলিম আলম, ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেনসহ অনেকে। সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেয়া হয়।
এদিকে পীরগাছা বাজারের সাধারণ ব্যবসায়ী সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয়। তারা সব ধরনের দোকানপাট বন্ধ রেখে এই মামলার প্রতিবাদ জানাবেন বলে ঘোষণা দেন ব্যবসায়ী নেতা মোখলেছুর রহমান টিটু ও সদস্য কনক চৌহান।
এ ব্যাপারে আমিনুল ইসলাম রাঙ্গার বলেন, ‘মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামল দিয়ে তারা নিজস্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা থানা গেট অবরোধ করে রেখে চাঁপের মুখে মামলা নিতে বাধ্য করছে। এজন্য সাধারন মানুষ ও ব্যবসায়ী নিজ উদ্যোগ প্রতিবাদ জানাচ্ছে।