খুলনা জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও রূপদা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স. ম হাদিউজ্জামান হাদি (৫০)'র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্ব রূপসাস্থ রেলওয়ে ময়দানে জানাজা শেষে তালিমপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি'র আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, মোস্তফা-উল বারি লাভলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুুর রহমান, জেলা বিএনপি নেতা শেখ আবদুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, সাবেক জেলা বিএনপি নেতা জি এম কামরুজ্জামান টুকু, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম রিপন, মমিনুল ইসলাম সাগর মোল্লা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, নৈহাটী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেখ ইলিয়াজ হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, আইচগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবু সাঈদ, নৈহাটী ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফিরোজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, রয়েল আজম, মো. রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রুবেল মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুচ গাজী, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা বসির হায়দার পল্টু, জাহিদুল ইসলাম রবি, মো. ইসমাইল হোসেন, মাসুৃম বিল্লাহ, আবু সাঈদ গাজী, আনোয়ার হোসেন, আতাহার গজী, বাসির মোল্লা, ইউপি সদস্য আসাফুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা এইচ এম মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. হায়দার আলী, প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, প্রভাষক আবদুল হালিম মোল্লা, মোঃ অয়াহিদুজ্জামান, মো. হুমায়ুন কবির, বাগমারা আল-আকসা মাদ্রাসা সহ-সুপার মো. কামাল হুসাইন, সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, এমদাদুল হক সুমন, মাওলানা আজগর হোসাইন, তরিকুল ইসলাম, মো. সাব্বির আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, যুবনেতা মাইনুল হাসান, সাবেক ছাত্রদল নেতা মো. ফরহাদ হোসেন,
জিসাস নেতা তায়েফ উদ্দিন দারা, মো. মাহিদ খান, আহসান হাবিব লাভলু, হান্নান মীর, ছাত্রনেতা মিকাইল হোসেন, আল-আমিন শেখ, মো. নাঈম, শ্রমিক দল নেতা মো. জালাল উদ্দীন, মো. বাবুল হোসেন, মো আনছারি, সার্ভেয়ার মো. জাকির হোসেন, হাফেজ মাসুদ মীর, আবদুল হাই কচি, খাজা মহিউদ্দিন লাভলু, খান হালিম হাসান, শেখ জহিরুল হক সারাত, মোঃ আসাদ শেখ, মো. ফয়সাল শেখ, ব্যবসায়ী ফেরদাউস খান, জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫টা ২০ মিনিটে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা তিসা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।