বাগেরহাটের মোল্লাহাটে 'চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা'র সাময়িক বহিস্কৃত সুপার মোঃ ইলিয়াস হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিস্কৃত সুপার মোঃ ইলিয়াস হোসেনের পদত্যাগ দাবিতে রোববার দুপুরে ওই মাদ্রাসার সামনের সড়কে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনকালে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বলেন, সুপার মোঃ ইলিয়াস হোসেন তার চাকরির শুরু থেকেই সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে চলেছেন, যে কারণে এর আগেও একবার চাকরিচ্যুত হন, দীর্ঘদিন পর আবারো যোগদান করেন। এরপর থেকে তিনি আরো বেপোরোয়া হয়ে গত বেশ কিছু বছর ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতি করে চলছেন, যে, কারণে তাকে সাময়িক বরখাস্ত করেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান। দুর্নীতিবাজ সুপার যাতে আর কখনো এহেন কার্যক্রম করার সুযোগ না পান, তাই এক দফা সুপার মোঃ ইলিয়াস হোসেনের পদত্যাগ করতে হবে।