গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছে। গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয়। নিহত মাসুদ রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তিন দিন আগে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। নিহত আবদুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। চাকরির সুবাদে তিনি স্বপরিবারে নগরীর বিনোদপুরে থাকতেন।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মাসুদ নগরীর বিনোদপুর বাজারে ওষুধ কেনার জন্য আসলে গণপিটুনির শিকার হোন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতিহার থানা এবং পরে সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার দেখাতে নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর আহত মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১২ টার দিকে ৩১ নম্বর ওয়ার্ডে মাসুদের মৃত্যু হয়।
সুত্র মতে, ছাত্রলীগের নেতা থাকাকালীন গত ২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়া হলের সামনে দুর্বৃত্তদের হামলায় একটি পা হারান মাসুদ। এরপর বছর দুয়েক আগে মাসুদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে সেই রাবিতেই চাকরি দেয়া হয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার ঘটনায় কোনো মামলা না থাকায় ছাত্রলীগ নেতা মাসুদকে আমাদের থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখাতে আনা হয়েছিল। কিন্তু সে আহত থাকায় তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।