নীলফামারীর সৈয়দপুরে জারা পরিবহন নামে দূর পাল্লার দুটি যাত্রীবাহী বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এটির উদ্বোধন করেন পরিচালক জসিয়ার রহমানের বড় ভাই কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জারা পরিবহনের পরিচালক জসিয়ার রহমান জসি,ব্যবসায়ি হাবিবুর রহমান,মানিক হোসেন, আনোয়ার হোসেন, সাংবাদিক ওবায়দুল ইসলাম, অনিক এ মন্ডল, আল আমিনসহ অনেকে।
এ উপলক্ষে শহরের অদুরে বাইপাস মহাসড়ক সংলগ্ন ধলাগাছ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জারা পরিবহনের পরিচালক জসি বলেন,জারা ক্লাসিক পরিবহন ভাউলাগঞ্জ থেকে নোয়াখালী পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। এতে স্বল্প খরচে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারবেন। গাড়ীর আসন সংখ্যা স্বাভাবিক রাখা হয়েছে। সিটগুলো অত্যন্ত আরামদায়ক। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক।
শিক্ষিত সুপারভাইজার। আপনাদের সেবায় নিয়োজিত।