নীলফামারীর ডিমলায় ডিমলা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজন ও অংশগ্রহণে রোববার দুপুরে গত (৫ই আগষ্ট) হাসিনা সরকারের পদত্যাগের রাত্রিতে উপজেলা সদরের ইসলামিয়া রোডের একটি ভাড়া বাসায় কে বা কাহারা ডিমলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ রফিকুল ইসলাম(৪৮) কে বা কাহারা ধাড়ালো অস্ত্র দিয়ে পিছন দিয়ে আঘাত করে হত্যা করে লাশ বাহিরে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে গত একমাস অতিবাহিত হলেও ক্লুলেস এই হত্যা কান্ডের সাথে জড়িত হত্যাকারী আসামীদের আজো চিহ্নিত করা সম্ভব হয়নি। তারই প্রতিবাদে ও শ্রমিক নেতা মোঃ রফিকুল ইসলামসহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে কয়েক শত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অভিভাবক শিক্ষকসহ সর্বস্তরের জনতার অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠি হয়।
প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা শঠিবাড়ী মোড় স্মৃতি অম্লানে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা অবিলম্বে শ্রমিক নেতা রফিকুল ইসলামসহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে বক্তব্য রাখেন।