সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্ম বিরতিতে যাওয়ায় বাধ্য করা প্রধান শিক্ষকে ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছেন নাউরী আহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামকে সসম্মানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে নাউরী আহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত ২৪ আগস্ট শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জোর করে কর্ম বিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে কর্ম বিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।
ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও
প্রতিনিধি, চাঁদপুর।।
অব্যাহত ভয়াবহ লোডশেডিং এর কারণে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ওনুআ চত্বর এলাকায় এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান, পৌর এলাকা জুড়ে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। বিশেষ করে ৬নং ওয়ার্ডের সাফুয়া চরহোগলাসহ আশপাশের এলাকায় সারাদিনে নামমাত্র বিদ্যুৎ থাকে। ফলে বাধ্য হয়ে তারা রোববার সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসি। আমরা বিদ্যুতের দুরাবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিলের পরিমান করছে না।
এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। পরে তিনি পলীøবিদ্যুতের ডিজিএম সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আস্বস্থ করেন।
ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করার কথা শুনে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।