বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে কবি, সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনের জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গৌরনদী উপজেলা শাখার কার্যালয়ে শনিবার রাতে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বরিশালের ব্যুরো চিফ মোঃ কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, বাংলা ভাষা ও বাঙালি সাংস্কৃতি সমাজের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কবি শিকদার রেজাউল করিম।