অসুস্হ মেয়ের চিকিৎসার কথা বলে আর্থিক সহযোগীতা চাইতে এসে ফেঁসে গেছেন এক প্রতারক। ঘটনাটি ঘটেছে রোববার দূপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে।
ধৃত প্রতারক মোঃ শাহীন কে সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাগেরহাট জেলার রামপাল উপজেলার মোঃ শাহীন নামক এক প্রতারক কিডনি রোগে আক্রান্ত তার মেয়ের চিকিৎসার জন্যে বিভিন্ন অফিস আদালত এবং ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তা আদায় করে আসছে। একপর্যায়ে মোঃ শাহীন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরাফাত হোসেন'র কার্যালয়ে ঢুকে তাঁর কাছে মেয়ের চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা দাবী করে বলেন,'ইউএনও(ডুমুরিয়া) সাহেব ৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন আপনি কত দিবেন দেন'। এই কথা শুনার পর এসিল্যান্ড'র সন্দেহ হয় এবং একপর্যায়ে তিনি সাহায্য দেয়ার বিষয়টা নিশ্চিত হতে ইউএনও কে ফোন করলে তিনি ৫'শ টাকা সহায়তা করেছেন বলে জানান। প্রতারণার মাধ্যমে মেয়ের চিকিৎসার কথা বলে টাকা দাবী করায় প্রতারক শাহীন ধরে স্হানীয় ডুমুরিয়া সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের পেশকার নাসির উদ্দীন সানাসহ অন্যান কর্মচারীবৃন্দ।