প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকারের ওপর মানুষের আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এখন জাতির প্রত্যাশা হচ্ছে, বিগত কর্তৃত্ববাদী সরকার গত ১৫-১৬ বছর ধরে আমাদের ওপর যে স্টিমরোলার চালিয়েছে, সেটির যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা যেন আবার আমাদের অধিকার থেকে বঞ্চিত না হই, নানা অন্যায়-অবিচারের শিকার না হই। এটি জনগণের একটি সুনির্দিষ্ট প্রত্যাশা। পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছিল এই কমিশন, কিন্তু আড়াই বছরেই তাদের বিদায় নিতে হলো। বিদায়ি ব্রিফিংয়ে সিইসি দেশের নির্বাচন নিয়ে নানা বিতর্কের কথা বলেছেন। তাঁর মতে, ১৯৭৩ সালে অনুষ্ঠিত দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন নিয়েও বিতর্ক ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এক ধরনের জোড়াতালি দিয়ে একের পর এক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কোনো সরকারই সংবিধান মেনে জাতীয় সংসদ বা অন্যান্য ছোট-বড় কোনো নির্বাচন অনুষ্ঠান করেনি। বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন প্রণয়ন করার বাধ্যবাধকতা আছে। ২০২২ সালে একটি আইন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো আইন নয়। আগে যে প্রজ্ঞাপন ছিল, এই প্রজ্ঞাপনটিকে আইন হিসেবে সংসদে পাস করা হয়েছে। আইনটি সংশোধন করতে হবে। তাঁরা মনে করেন, নির্বাচন কমিশনের নিয়োগ আইনটি সঠিক নয়। সঠিক ব্যক্তিদের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, যাতে তাঁরা জনগণের প্রতি দায়বদ্ধ হন। কোনো দলের প্রতি নয়, কোনো দলের প্রতি তাঁদের আনুগত্য যেন না থাকে। বিশেষজ্ঞরাও মনে করেন, বিগত নির্বাচন কমিশনের সমস্যাটি ছিল মূলত রাজনৈতিক সরকারের সঙ্গে সমস্যা। ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর কমিশন ভালো নির্বাচন করতে পারেনি। এটির বড় কারণ হচ্ছে, তারা সরকারের ইচ্ছায় নির্বাচন করেছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পর শিগগিরই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নবগঠিত কমিশনের অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার গুরুত্বপূর্ণ। এই সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো নির্বাচনী আইন সংস্কার। খুব দ্রুতই এই আইন সংস্কার করে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা হবে বলে সকলের কাম্য।