স্বামী অসুস্থ। হার্টে দুইটি রিং বসানো হয়েছে। সংসার ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্ত্রী। চিন্তা ভবিষ্যতে সংসার গড়ার সোনালি স্বপ্ন নিয়ে। একসময় সুখের জীবন ছিল তাদের সংসারে। তাদের ঔরসজাত দুইটি সন্তানের কোলাহলে ঘর মুখরিত ছিল। আজ সবই নিস্তব্ধ। দিশেহারা সেই সুখের সংসার। প্রায় ১৬ বছর আগের তিলেতিলে গড়া সংসার আজ ভেঙে চুরমার। ২০০৭ সালের আগস্ট মাসে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদীর মরহুম বজলুর রহমান সিকদারের মেয়ে বিবি মরিয়মের সাথে শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ হয় মো. মোতাছিন। সে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে। পেশায় একজন ড্রাইবার। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের গাড়ি চালক। স্ত্রী বিবি মরিয়ম একই সংস্থার অধীনে বিভিন্ন প্রজেক্টে এরিয়া ম্যানেজার হিসেবে চাকুরি করতেন। চাকরির সুবাদে দুজনেই থাকতেন ঢাকায়। একে অপরের প্রতি ছিল আস্থা ও ভালবাসার বিশ্বাস। তাদের সংসারে মাইশা ও মেহরাব নামে দুটি সন্তানও আছে। স্ত্রীর কথায় মোতাছিন নিজের অসুস্থতা, জীবন ও মৃত্যুর কথা ভেবে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে তার টাকা পয়সা স্বর্ণালংকার দিয়ে দেন স্ত্রীর হাতে। মোতাছিন জানায় সে দীর্ঘদিন অসুস্থ থাকাকালে বিবি মরিয়মের ইচ্ছায় সংসার চলছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থতার সুযোগে ও তার অনুপস্থিতিতে বাসায় যাওয়া আসা করত তিন সন্তানের জনক মো. সাজ্জাদ হোসনে বাবু নামে তাদের সংস্থার এক সহকর্মী। বাড়ি লক্ষীপুর জেলার রামগতির আলেক জান্ডার। বাবুর বাসায় যাওয়া নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও সম্পর্ক ফাটলের সৃষ্টি হয়। সুযোগ বুঝে প্রায় পৌনে দুই বছর আগে মরিয়ম তার দুই সন্তান সহ গাড়ির কাগজ পত্র, টাকা, স্বর্ণালংকার, ফার্নিচার নিয়ে ভোলায় চলে আসেন। মোতাছিন আরও জানায় স্ত্রী ও সন্তানের খোঁজে সে ভোলায় আসলে তার সাথে মরিয়ম কথা বলত না এবং সন্তানদের কথা বলতেও দিতনা। সে তাদের জন্য বাজার নিয়ে আসতো। মাসিক খরচার টাকা রেখে যেত। ঢাকা থেকে সন্তানের জন্য টাকা পাঠানোর জন্য বিকাশ ও ব্যাংক একাউন্টের কথা বললেও মরিয়ম তাকে অ্যাকাউন্ট নম্বর দেয়নি। এজন্য ঈদে মাঝে মধ্যে অন্য লোকজনের একাউন্টে সন্তানের জন্য টাকা পাঠাতো সে। মোতাছিনের আকুতি আমার দুই সন্তান আমার কাছেই থাকবে। আমি আমার সন্তানদের ফেরত চাই। এজন্য তিনি আইনি সহায়তা নেবেন বলে জানান।
বর্তমানে বিবি মরিয়ম তার দুই সন্তান কে নিয়ে ভোলার গুইঘার হাট সংলগ্ন ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি গণমাধ্যম কর্মীরা তার বাসায় গেলে সে জানায়, মোতাছিন অসুস্থ হওয়ায় আমার টাকা দিয়ে আমি তার চিকিৎসা খরচ চালিয়েছি। ঢাকা থেকে আমার ব্যবহৃত মালামাল ও ফার্নিচার নিয়ে এসেছি। আমার টাকায় আমি তাকে একটি গাড়িও কিনে দিয়েছি। মোতাছিন সন্তানদের খরচ বহন না করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাকে ডিভোর্স দিয়েছি। সাজ্জাদ বাবুকে বিবাহ করে একসাথে নতুন সংসার করছি। সেই ঘরে তার তিনটি সন্তানও আছে। অনানুষ্ঠানিক ভাবে বিবাহ হয়েছে। তবে বাসায় গেলেও বাবু গণমাধ্যম কর্মীদের সামনে আসেননি।