রাঙ্গামাটি নানিয়ারচর ইসলামপুর এলাকায় কাপ্তাই হ্রদের নানাক্রম খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রতিবন্ধি যুবতীর মৃত্যু হয়েছে। নিহত প্রতিবন্ধি যুবতীর নাম আয়সা আক্তার (২১)।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি নানিয়ারচর ইসলামপুর এলাকায় প্রতিবন্ধি যুবতী আয়সা আক্তার (২১) কাপ্তাই হ্রদের নানাক্রম খালের গোসল করতে গেলে পানিতে ডুবে সে মারা যায়। সে ইসলামপুর এলাকার হাসেম গ্রুপের মৃত আশ্রাফ আলীর কন্যা।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন জানান, নিজ বাড়ী সংলগ্ন কাপ্তাই হ্রদের নানাক্রম খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি করে কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত উদ্ধার করে। এই বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।