নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় পাতাড়ী ইউনিয়নের তিলনী মোড় থেকে এ পথ সভা শুরু হয়ে পরে,পাতাড়ী মাদ্রাসা মোড়, আদাতলা মোড়,কলমুডাঙ্গা ও শিমুলডাঙ্গা মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়। ওই পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন। তিনি সকলের জন সমর্থন কামনা করে বলেন আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই,আপনাদোর সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আপনাদের সন্তান হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ,আহ্বায়ক সদস্য ও সিনিয়র সহ সভাপতি আবদুল কাহার মাস্টার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দুরুল হোদা মাস্টার,সহ সভাপতি শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল পথ সভায় সভাপতিত্ব করেন পাতাড়ী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আনিসুর রহমান।