বাগেরহাটের শরণখোলায় রেমালে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র ৪৬৭ পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করে মাথা গোজার ঠাই করে দিলেন উন্নয়ন সংস্থ উত্তরণ। নগদ টাকা, ঘর তৈরির মালামাল পেয়ে মহাখুশি ওইসব পরিবার। গৃহনির্মানের জন্য সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উন্নয়ন সংস্থা উত্তরণের শরণখোলার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজু বালা বলেন, উপজেলার খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের ঘূর্ণিঝড় রোমালের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মধ্যে বাছাই করে ৪৬৭ পরিবারকে ঘর নির্মাণ ও মেরামত করার জন্য মালামাল দেয়া হয়েছে। মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, টিন, বাঁশ, চেরা, বরেঙ্গা, পলিথিন সহ আনুষঙ্গিক সামগ্রী।
গৃহ নির্মাণের মালামাল পাওয়া উত্তর কদমতলা গ্রামের মিলন হাওলাদার বলেন, রোমালের আঘাতে আমার ঘরটি সম্পূর্ণ বিদ্ধস্থ হয়। ঘরে থাকার মত পরিবেশ ছিলো না। পাকঘরে কোনো ভাবে পলিথিন দিয়ে নিরাপত্তাহীন অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে নানা কষ্টের মধ্যে বসবাস করতে হয়েছে। উত্তরণ সংস্থার মাধ্যমে পাওয়া জিনিসপত্র দিয়ে ২/১ দিনের মধ্যেই ঘর তোলার চেষ্টা করব। যাদের সাহায্যে ঘর পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উত্তর তাফালবাড়ী গ্রামের সালমা বেগম, ইউনুস হাওলাদার ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কামরুল ইসলাম টিটু ও রহিমন বেগম একই কষ্টের কথা জানিয়ে বলেন, অন্তত মাথা গোজার মত ঠাঁইয়ের ব্যবস্থা হয়েছে। এ মালামাল না পেলে বর্ষাকালে সীমাহিন কষ্টের মধ্যে থাকতে হতো।
উন্নয়ণ সংস্থা উত্তরণের চীফ অব অ্যাডমিন মোঃ রিয়াজুল ইসলাম রাজ এ প্রতিনিধিকে বলেন, যাতে হতদরিদ্র পরিবার গৃহনির্মাণের মালামাল পায় সেজন্য ৩ দফায় সার্ভে করে হতদরিদ্রদের খুঁজে বের করা হয়। তাদের তালিকা করে ৪৬৭ পরিবারকে নগদ টাকা ও মালামাল প্রদান করা হয়। আমাদের সকল কাজে সেনাবাহীনি, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সার্বিক সহায়তা করেছেন। তাদের কারণে নানা প্রতিকুলতার মধ্যেও সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব হয়েছে। যাদের মালামাল দেওয়া হয়েছে তাদের গৃহনির্মাণ করা হলে সেই ছবিও ডোনারদের কাছে পাঠানো হবে।