শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানার পিতা আনসার সরদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে জেলা বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানার পিতা আনসার আলী সরদার শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন। শনিবার দুপুরে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসের শূরা সদস্য মাওলানা আরশাদুল আলম,যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মিজানুর রহমান সহ জেলা,উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনে হয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।