আশাশুনি উপজেলার খাজরায় মাদক থেকে ছাত্র সমাজকে রক্ষার উদ্দেশ্যে খাজরা বাজার ছাত্র সমাজের উদ্দ্যোগে ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলায় বড়দল কিশোর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (৭সেপ্টেম্বর) বিকালে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বড়দল কিশোর স্পোটিং ক্লাব ও ধামরাইল টাইগার স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে ব্যর্থ হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের বড়দল কিশোর স্পোটিং ক্লাব ২-০ গোলে ধামরাইল টাইগার স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাজরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইউনুছ আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাফছান জানি রাসেল, বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্ছু, ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজ, ইয়াকুব আলী, যুবদল সদস্য সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডেও সাবেক সভাপতি সামছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের সাইফুল ইসলাম সুমন, যুবদলের ইমরান হোসেন, বড়দলের আল মাহমুদ টিক্কা প্রমুখ উপস্থিত ছিলেন।