গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সমাবেশে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যার চেষ্টায় কাপাসিয়া থানায় মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতাদের আসামি করা হয়েছে। শনিবার দিন ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে যারা যায়, গত বছর ১৬ই জানুয়ারি সকালে কাপাসিয়া শহরের সাফাইশ্রী গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভায় চলাকালে ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এই হামলা চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান কে হত্যার চেষ্টা করা হয়। মামলায় উল্লিখিত ১,২,৩,৪ ও ৫ নং আসামি ওই সময় বিএনপির নেতা কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ অস্ত্র দিয়ে গুলি ধারালো অস্ত্র দিয়ে হামলার চালায়।
মামলার বাদী উপজেলা সদরের সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দা মীর মাহমুদুল হাসান।
মামলায় আসামিরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান (৪৪) যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষতোম (৩৫) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান (৫৬), শ্রমিক লীগ নেতা জুয়েল ফকির (৪১), সোহাগ (৪১), সোহেল ফকির (৪০) মোফাজ্জাল হোসেন খান (৫০), সাইফুল ইসলাম (৪২), আরিফ সারকার (৪৩) মোঃ রাব্বি (২৮), আল-আমিন পালোয়ান (৩৫), নাজমুল হক (২৬), জিতু সাহা (৩২), আফছার উদ্দিন (৩৫), আলমগীর হোসেন প্রধান (৪৯), ফারুক (৪৫), পিতা-রফিজ উদ্দিন ১৭। মোহাম্মদ রাকিব (২৫), বেলায়েত হোসেন প্রধান (৫০), কাজী শুভ (৩১), মাহমুদুল হাসান শাওন (৩২), মবিন খান (২৬), মকবুল হোসেন প্রধান (৩৮), রিফাত (২২), মিতুল কাজী (২৬) সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। হামলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে ককটেল, পিস্তল, দা লাঠি, লোহার রড, শাবল, চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানকে হত্যার চেষ্টা করে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।