বিদায়ী স্বৈরাচারী আওয়ামী সরকারের মদদপুষ্টে থাকা এলাকার চিহ্নিত চাদাঁবাজ ও সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে এবার আমার চাকরির ক্ষতি ও সামাজিকভাবে হেনস্তা করার লক্ষ্যে প্রতিপক্ষদের ইন্ধনে সরকারের অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন-এ সম্পূর্ন মিথ্যা এবং একতরফাভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে। যার সত্যতা যাচায় করলেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির আয়োজনে নগরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনলাইন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়ে একথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিচ্ছন্নকর্মী ও হরিজন ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী জনি কুমার। আর সত্যতা প্রকাশের লক্ষ্যে এ সময় জাতীর বিবেকবান হিসেবে কর্মরত প্রকৃত সাংবাদিকদেরকেও তার পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত বাংলাদেশ সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জনি কুমারের বিরুদ্ধে প্রকাশিত সরকারী অনুমোদনহীন এমন সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান উপস্থিত হরিজন সম্প্রদায়ের নের্তৃবৃন্দ।
লিখিত বক্তব্যে জনি কুমার বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিচ্ছন্নকর্মী হিসেবে গত ২০০৬ সালে নিয়োগ পেয়ে অদ্যবদি কর্মরত। এরপর গত ২০২১ সালে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বপান। এখন পর্যন্ত সেই পরিষদের সদস্যদের সহযোগিতায় সকল কার্যক্রম নিষ্টার সাথে পালন করে আসছেন। পরিষদের উন্নয়নের স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে অন্যান্যের মতো সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তৎকালীন (সদ্য বিদায়ী) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানোর একটি ছবি সেই অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত হরিজন সম্প্রদায়ের নের্তৃবৃন্দ প্রশ্ন ছুড়ে বলেন, সুইপার জনি এবং মেয়র লিটন কী কখোনও এক সারির সম্মানীয় নেতা হওয়া তো দুরের কথা মুসলিমদের এক সাধারন ব্যক্তির সাথে কী কোনভাবে তুলনা করা সম্ভব?
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হরিজন সম্প্রদায়ের নের্তৃবৃন্দ বলেন, চাকরির পাশাপাশি ব্যক্তি জীবনে সুইপার জনি তার পরিবারসহ আমাদের সহযোগিতায় নিষ্টার সাথে শুকুরের ব্যবসা পরিচালনা করে আসছে। এতে অর্থনৈতিক ও সামাজিকভাবে অন্যান্যের চেয়ে সাচ্ছন্দে থাকায় জনির প্রতিপক্ষ আওয়ামী সরকারের মদদপুষ্টে থাকা এলাকার চিহ্নিত চাদাঁবাজ ও সন্ত্রাসীদের চক্ষুশূলের মূল কারণ। যে কারণে এলাকার চিহ্নিত চাদাঁবাজ ও সন্ত্রাসী শ্রী প্রকাশ কুমার ছোটন, শ্রী বাপ্পী. শ্রী সুরাজ, শ্রী সন্দীপ, শ্রী অভয়, শ্রী মামুন, শ্রী জনি, শ্রী সুমন, শ্রী অশোক ও শ্রী অমর গং গত ২০২৩ সালের ৬ অক্টোবর এই সুইপার জনির বাড়িতে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এক লক্ষ টাকা চাঁদাদাবী করে। আর ওই টাকা দিতে অস্বীকার করায় সকলের সামনে জনির স্ত্রী রাখি হরিজনকে শারীরিকভাবে শ্লীলতাহানী ও নির্যাতন শুরু করে। এ সময় প্রতিবাদ করতে গেলে তারা জনি ও তার পরিবারকে ব্যাপক মারপিট করে। এমন সময় উচ্চবাক্য শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত চাঁদা পরিশোধের কথা বলে এবং তা না করলে এলাকায় বসবাস করতে দেবেনা বলে শাষন গর্জন করে। শুধু তাই নয়, বিভিন্ন মামলা দিয়ে জনিদেরকে হেনস্তা করবে বলেও হুমকি দেয়। আর সেই ঘটনায় জনি আমাদের সম্প্রদায়ের পরিচালনা পরিষদসহ এলাকার গন্যমান্যদের পরামর্শে বিজ্ঞ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে গত ২০২৩ সালের ৯ অক্টোবর একটি সিআর মামলা নং- ১৭৭/২৩ ধারা- ৩৮৫/৩৮৬/৫০৬(২)/৩৪ দ.বি. দায়ের করে। যে মামলাটির তদন্তে পিবিআই সত্যতা পেয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
এরই জের ধরে মামলা তুলে নেওয়ার জন্য পরবর্তীতে জনি ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে চলতি বছরের ২২ জুলাই বাড়ি ঘেরাও করে পরিবারের সকল সদস্যকে ব্যাপক মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জঘম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত ৮ জনকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ২৫ জুলাই ২৪ পর্যন্ত চিকিৎসাধীন ছিলাম। এ ঘটনায় হামলাকারী সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মতিহার থানায় আরও পৃথক দুইটি মামলা করা হয়। কিন্তু প্রতিপক্ষরা সংশোধন না হয়ে উল্টো বিভিন্নভাবে অব্যাহত কুটকৌশলের ধারাবাহিকতায় এবার সরকারের অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল ব্যবহার করেছেন। যে সংবাদে দেশ সংস্কারের লক্ষ্যে পরিচালিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে এই সুইপার জনি ছিলো বলেও মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে সুইপার জনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় বা কখোনই ছিলনা দাবি করে হরিজন সম্প্রদায়ের নের্তৃবৃন্দ বলেন, পরবর্তিতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্ধে আপনাদের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির সভাপতি শ্রী হরিলাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন জাগরন পূজা কমিটির সভাপতি শ্রী শিবু রায়, হেলা সমাজের শ্রী মানিক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির সিনিয়র সভাপতি শ্রী ভারত ও নতুন জাগরন পূজা কমিটির সহসাধারণ সম্পাদক শ্রী অষ্টম সহ হরিজন সম্প্রদায়ের প্রায় অর্ধশত নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।