গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ছাত্রজনতার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার টোক ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকালে টোক নগর দারুল হাদিস আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হুসাইন সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, টোকা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন প্রমূখ। সভা শেষে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।