রংপুর মেডিকেল কলেজ ক্রিকেট স্টারর্সের উদ্যোগে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজের ডাঃ পিন্ন ছাত্রবাস প্রাঙ্গন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সারোয়ার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, কলেজের শিক্ষক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল, মাহফুজুল আনোয়ার স্যামুয়েলসহ অন্যরা।
অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সারোয়ার জাহান বলেন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মেডিকেল কলেজ মাঠে দীর্ঘদিন ধরে কোন খেলাধুলা হয়নি। এতে করে মাঠই ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিলো। একজন শহীদের নামে যে টুর্নামেন্ট শুরু হলো, আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে মেডিকেল কলেজে মাঠে খেলাধুলা পূনঃরুজ্জীবিত হবে। টুর্নামেন্টে রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল অংশ নিচ্ছে।