বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ সর্বদুঃখ থেকে বিমুক্তি সাধনের একমাত্র উপায় হিসাবে বিদর্শন ধ্যান অনুশীলনের গুরুত্ব আরোপ করেছেন। নিজকে পরিশুদ্ধ করে সর্বপ্রকার অকুশল থেকে বিরত থাকার একমাত্র উপায় এই বিদর্শন ধ্যান অনুশীলন। ইহজগতে শান্তি ও পরকালে মুক্তির লক্ষ্যে গৌতম বুদ্ধ বিদর্শন ধ্যানের প্রবর্তন করেন। গৌতম বুদ্ধের নির্দেশিত এই বিদর্শন ধ্যানতথা ভাবনা কোর্সের আয়োজন করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি ও বিহারের আওতাধীন দায়ক/ দায়িকাবৃন্দ। আগামী ৯ সেপ্টেম্বর সোমবার থেকে ১৮ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ১০ দিন ব্যাপী এই ধ্যান অনুশীলন চলবে উপজেলার আওতাধীন বিহারের একমাত্র স্বতন্ত্র দ্বীতল ভবনের ভাবনা অনুশীলন কেন্দ্রে। ধ্যানতথা ভাবনা অনুশীলন কোর্স পরিচালনা করবেন গহিরা জেতবনারাম বিহারে অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাথেরো। তাঁর সাথে সহকারী পরিচালক থাকবেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের ভদন্ত অলোকাবংশ থেরো। ধ্যান কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ ধর্মসারথী খেতাপ প্রাপ্ত ভদন্ত শাসনানন্দ মহাথেরো। ধ্যান কোর্সের সমাপনী দিনে শুভ মধু পূর্ণিমার পর দিন গৌতমাশ্রম বিহারের আজীবন অধ্যক্ষ পন্ডিত শান্তপদ মহাথেরোসহ সকল প্রানীর হিতসুখ, দেশের শান্তি, সমৃদ্ধি ও বিশ্বের মঙ্গল কামনায় অস্ট উপকরনসহ সংঘদান অনুষ্ঠিত হবে। এই মঙ্গলময় অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। তাছাড়া ধ্যান কোর্স অংশগ্রহণে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।