খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় যুবক আল আমিন হত্যার মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কেসিসি’র ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। ডন’র নেতৃত্বে আল-আমিনকে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শুধু তাই নয়, হত্যাকান্ডের পর ইচ্ছামত নাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য করেন ডন। এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তাকেও (আইও) প্রভাবিত করে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করা হয়। এ অবস্থায় আল-আমিন হত্যায় ডন ও তার সহযোগি আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবে নিহতের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের পরিবারের পক্ষে ভাইয়ের স্ত্রী আসমা বেগম অভিযোগ করেন, কেসিসি’র সাবেক ২৭ ও বর্তমান ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ৮ জুলাই নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার শেখ আল আমীন ও তার ভাই তৌহিদ শেখকে ধরে স্থানীয় মামুনের গ্যারেজে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় ডন একটি চেয়ারে বসে নির্দেশনা দেয়। হত্যাকাণ্ডের মুহুর্তে নিহতের পরিবার বার বার তার হাতে-পায়ে ধরলেও ডন তাদের কথাই কর্ণপাত করেনি। পরবর্তীতে হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হলে জেড এ মাহমুদ ডন বাধ্য করে তার মনোনিত ব্যক্তিদেরকে আসামি করতে। এমনকি এ মামলায় তার ভাই তৌহিদ শেখ বাদি হতে চাইলেও ডন হতে দেয়নি, বরং তার বৃদ্ধ পিতা জাহাঙ্গীর শেখকে বাদি হতে বাধ্য করে। এর প্রতিবাদ করা হলে নিহতের পিতা ও তার ভাইকেও হত্যা এবং মাদক মামলায় জড়ানোর হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে নিহতের ভাই মো. তৌহিদুল শেখের বর্ননা তুলে ধরে আরও উল্লেখ করা হয়, তার ভাই মো. আল আমিন শেখ গত ৮ জুলাই রাত আনুমানিক ৭ টা ৫০ মিনিটের দিকে খুলনা থানাধীন পূর্ব বানিয়াখামর লোহার গেটে মামুনের রিক্সার গ্যারেজে আসামিরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে খুন করে। ঘটনার পর ডন চাপ ও হুমকী দিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ৯ জুলাই খুলনা থানায় মামলা করতে বাধ্য করে, যার মামলা নং-১১। ডন ওই হত্যা মামলার প্রকৃত ঘটনা আড়াল করার জন্য কল্প কাহিনি সাজিয়ে মামলার এজাহার ড্রাফট করায়। ওই ঘটনার সময় কথিত ১নং আসামি মিজান ভারতে থাকলেও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাকে আসামি করা হয়।
প্রকৃত ঘটনা তুলে ধরে বলা হয়, ডন একজন মুখোশধারী মাদক বিক্রেতা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। এই ডন আলামিনকে হত্যার ১০-১২ দিন পূর্বে ৩ হাজার পিস ইয়াবা বিক্রির জন্য দেয়। ওই ইয়াবা র্যাব-৬ খুলনা পরিত্যক্ত অবস্থায় আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে মিজান ও তার দলবল দিয়ে জেড এ মাহমুদ ডন আলামিনকে বাড়ী থেকে ধরে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিক নির্যাতন করে টাকা ফেরত চায়। আলামিন ক্ষতিপূরণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পূর্ব বানিয়াখামারের একটি বাড়ী ডনের নামে লিখে দিতে বলে। এমনকি আলামিন ও তার ভাই কে ডেকে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। এমনকি ডন রেজিস্ট্রি অফিসে গিয়ে বাড়ী লিখে দিতে বলে। তা-না দিলে আল আমীনকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় আল-আমিনকে হত্যা করা হয়। হত্যাকান্ডের সময় জেড এ মাহমুদ ডন, পূর্ববানিয়া খামার এলাকায় মাদক ব্যবসায়ী মিরাজ শেখ, মিস্ত্রিপাড়া টাওয়ার গলি এলাকার মাহবুুবের বাড়ির ভাড়াটিয়া মাদক ও অস্ত্র ব্যবসায়ী রিয়াজুল, চান্দু, মো. হেলাল, তরিক, পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার লাবু, মেহেদী, দোলখোলা মোড় এলাকার মাদক ব্যবসায়ী ও ডিলার দেলোয়ার হোসেন দেলো, পূর্ব বানিয়াখামার এলাকার হৃদয় গাজী, আতা, শাহ আলম, কাশেম নগর এলাকার মো. সোহেল, দোলখোলা মোড় এলাকার মোজাম, পশ্চিম বানিয়াখামার মেইন রোড এলাকার মো. শওকাত হোসেন উপস্থিত ছিল। আর মামলা দায়েরর পর খুলনা সদর থানার এস আই (নি:) সুকান্ত দাসও মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপরতা চালায় বলে অভিযোগ করা হয়। এদের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, জেড এ মাহমুদ ডনের লোকজন ৮ জুলাই নিহত আলামিন ও তার ভাই তৌহিদুলকে বাড়ী থেকে মামুনের রিক্সা গ্যারেজে ধরে নিয়ে যায়। প্রথমে তাদের দুই ভাইকে চড়, লাথি মারতে থাকে এবং বলে যে, তোর কাছে ৩ হাজার পিস ইয়াবা বিক্রি করতে দিয়েছিলাম সেই বিক্রিত মালের টাকা দে। তখন আলামিন বলেন র্যাব-৬ এর গ্রেপ্তার এড়াতে আমি ওই ইয়াবা ছুড়ে ফেলে দিয়েছি। এই মুহুর্তে এত টাকা ফেরত দেওয়ার কোন সমর্থ নেই। তখন ডন মাদক ব্যবসায়ী দেলোয়ারকে ফোন করে বলতে থাকে ‘দেলোয়ার তুমি জলদি আসো. আল আমিন কে ধরে ফেলেছি’। দেলোয়ার একটি কালো প্রাইভেট গাড়িতে আরো তিন চারজনকে সাথে নিয়ে উপস্থিত হয়।
এদিকে হত্যার পর আলামিনের মরদেহটি হাসপাতালে ফেলে রেখে পুলিশের এসআই সুকান্ত দাস ভুক্তভোগীর ভাই তৌহিদুল ও তার বৃদ্ধ পিতাকে ধরে থানায় নিয়ে যায়। তখন এসআই সুকান্ত তাদেরকে বলেন কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের নির্দেশনার বাইরে কোন মামলা হবে না। প্রয়োজন হলে তোমাকেও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে এখনি জেলে পাঠিয়ে দেবো।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, সাবেক কাউন্সিলর ডন আওয়ামী রাজনীতির নামে এবং তার ভগ্নিপতি ডিআইজি মনিরুজ্জামান ও সৈরাচার শেখ হাসিনার চাচাতো ভাইদের ক্ষমতাবলে এমন নিকৃষ্ট কাজ নেই যে সে যুক্ত ছিলোনা। যেমন খুন, রাহাজানী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদক ব্যবসা ভূমিদস্যুতা থেকে শুরু করে নানাবিধ অপকর্ম। যা পুলিশ প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষ জানেন।
এদিকে, আলামিন খুন হওয়ার পর থেকে তার পরিবার স্বজন হারানোর ব্যথায় ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে। যে কোন মুহুর্তে খুনিদের দ্বারা বিভিন্ন ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী হ্যাপি আমিন, মেয়ে আভা মনি, পিতা মো. জাহাঙ্গীর শেখ, মা, তাসলিমা, মো. তৌহিদুল শেখ, ওবায়দুল শেখ, রুবি, আসমা বেগম, নুর আলম, রুবেল, সিনবাদ, জবেদা বেগম প্রমুখ।