বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীকে সদ্য নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ র্যালি ও পথসভা করেছে গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা।
শুক্রবার ৬ সেপ্টেম্বর শহিদ মিনার চত্বর হতে ওই আনন্দ র্যালি বের হয়ে তা জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নূরুল হকের নেতৃত্বে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ দল যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে সেখানে সবাইকে সঙ্গে নিয়ে গণঅধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে। এছাড়াও ছাত্র-জনতা ও তরুণদের নেতৃত্বে দুর্নীতি, লুটপাট ও দখলদারদের যেভাবে পতন ঘটিয়েছে আমরাও আগামীতে কোনো দুর্নীতিবাজ, দখলদারদের সুযোগ দেব না।