নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্ম্দ ইলিয়াসের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সেনবাগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্চাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকমীরা। শনিবার উপজেলার গাজীরহাট বাজারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুণ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোরয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এ্যাডভোটে বেলায়েত হোসেন,বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজ্বী সাখাওয়াত হোসেন, ডমুরুয়া ইউপি বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী আক্রাম হোসেন, ইতালি বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ইউনিয়ন যুবদল আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মিনু, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ফারুক বাদল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ডমুরুয়া ইউনিয়র পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আলী আক্কাস মেম্বার, ইউপি স্বেচ্চাসেবকদল আহ্বায়ক সোহাগ,সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত (৫ সেপ্টেম্বর )বৃহস্পতিবার বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে ব্যাক্তিগত গাড়ী যোগে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ফ্রেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে পৌছলে তিনটা পিকআপ তাদের গাড়ীর পথরুদ্ধ করে তার নাম ধরে ডাক ডাকি শুরু করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল প্রেরন করে।ওই হামলার ঘটনায় সেনবাগ উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি ও উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পলাতক চেয়ারম্যান শওকত হোসেন কানন জড়িত বলে অভিযোগ করেন, সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।