যত্রতত্র ময়লা আবর্জনা স্তুুপের দুর্গন্ধে চৌমুহনী শহরে অস্বাস্থ্যকার পরিবেশের কারণে ব্যবসা-বানিজ্য ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
নোয়াখালীর প্রথম শ্রেণির পৌরসভা চৌমুহনী পৌরসভা। সিঙ্গার রোডের বিপরীতে খালি জায়গায় যত্রতত্র ভাবে ময়লা আবর্জনায় জমে থাকা স্তুুপের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এতে ডেল্টা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডেল্টা জুটমিল শ্রমিক কলোনী, সিএন্ডবি অফিস কর্মচারীদের বাসা, সিঙ্গার রোডের বাসা-বাড়িতে বসবাসকারী লোকজন ময়লা আবর্জনার স্তুুপের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে নিমজ্জিত হচ্ছে। এ ছাড়া মাইজদী-চৌরাস্তা সড়কের পাশের্ব অন্য এক স্তুুপের গন্ধে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল, জালাল উদ্দীন কলেজ, মৎস্য ও পশু সম্পদ অফিস, নোয়াখালী পাবলিক স্কুল এ- কলেজ, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণায়তনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্গন্ধে হাঁচি, কাঁশি, বমি, মাথা ঘুরানো সহ কয়েকটি রোগে আক্রান্ত হচ্ছে।
অপরদিকে চৌরাস্তার উত্তরে কালা পোল সংলগ্ন সিএন্ডবি রাস্তার পূর্ব পাশে পাহাড় পরিমান ময়লার স্তুুুপে ভরপুর হয়ে আছে। হঠাৎ করে দেখলেই মনে হবে যেন একটি পাহাড়। এতে পাশে চৌমুহনী পৌর আধুনিক বান টার্মিনালের যাত্রীরা দুগন্ধে দিশেহারা হয়ে পড়ছে। দোকানদাররা ব্যবসা বানিজ্য করতে পারছে না।
ডেল্টা জুটমিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্যা মোঃ ফারুক বলেন, ময়লা আবর্জনা স্তপের দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয় গুলি পৌর কতৃর্পক্ষের নিকট জানানো হলে মাঝে মাঝে ময়লা ফেলানো বন্ধ রাখে। পরে আবার তাঁদের কর্মকা- চালিয়ে যায়। কপালো র্দূগতি থাকলে কিছু করার নাই।
সমাজ সেবক ও ব্যবসায়ী আবুল কাশেম জানান, করিমপুর রোডে ময়লার আবর্জনার দুর্গন্ধে মানুষ ব্যবসা, বানিজ্য, বাসা, বাড়ী ছেড়ে পালিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। ইতোমধ্যে পরিবেশে অধিদপ্তরে অভিযোগ দেওয়া হলেও পৌরসভার ভারপ্রাপ্ত মোর্শেদা বেগমের নেতৃত্বে কোন কিছুর তোয়াক্কা না করে ট্রাক ভর্তি করে বেশী বেশী ময়লা ফেলা হচ্ছে।
এ ব্যাপারে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকা- ব্যাঘাত ঘটাতে পরিবেশ অধিদপ্তরের নিকট অভিযোগ দেওয়া হয়েছে। চৌমুহনী পৌরসভা দৈনিক কয়েকটন ময়লা ফেলার জন্য বড় ধরনের কোন স্থান নাই। পরিবেশের ক্ষতি হয় এমন কিছু না করে করিমপুর রোড, মাইজদী রোডে ময়লা ফেলা হচ্ছে। যাহা দুর্গন্ধ বের হওয়ার আগেই কেরোসিন ঢেলে ময়লার স্তপে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশের কথা যারা বলে এটা সঠিক নয়।
পৌরসভার সচিব জাকির হোসেন বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় ৪ঠা আগস্ট রোববার দুপুরের পর পৌরভবন ও অডিটোরিয়ামের সাথে যে কয়টি ময়লা আবর্জনার গাড়ি ছিল সবগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। গত কয়েকদিন আগে ২টি পিকআপ ভাড়া নিয়ে যতটুকু পারা গেছে ততটুকু ময়লা ফেলানো হয়েছে। বর্তমানে দুটি গাড়ী কোন মতে ঠিক করে কাজ চলছে। জেলা প্রশাসক মহোদয় মাইজদীর দিক থেকে ও ময়লা আবর্জনা এনে কালা পোল এলাকায় ফেলানোর কারণে স্তুপ পাহাড় সমান হয়ে গেছে। ঝড়, বৃষ্টি, বন্যার পানি শুকিয়ে গেলে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলতে পারলে যত রড় স্তুপই হোক ছাই হয়ে যাবে। শতাধিক ডাস্টবিন পরিষ্কারের কাজ চলছে। যেহেতু বর্তমানে মেয়র নেই সেহেতু অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়কে নাগরিক অসুবিধার কথা জানানো হয়েছে।
এ ব্যাপারে ভোক্তভোগী পৌরসভার জনগন অস্বাস্থ্যকর পরিবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।