নীলফামারীর সৈয়দপুরে পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে এক বিশাল জসনে জুলুছ বের করা হয়। ৬ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওই জসনে জুলুছ বের করে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ লিয়াজো কমিটি ঘোষিত দেশব্যপী জুলুছের অংশ হিসাবে এটির আয়োজন করা হয়। বাদ জুমা সৈয়দপুর জি আর পি মোড় হতে পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে বিশাল জুলুছ বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আলি মিসবাহী আশরাফী। এটি পরিচালনা করেন খালিদ আযম আশরাফি। আলোচনা সভায় বক্তব্য বলেন হাফেজ মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী জিলানী, মাওলানা হাফেজ রিজওয়ান আল কাদেরী জিলানী, মুহাম্মদ রিদওয়ান আশরাফী, সৈয়দ মমতাজ রসুল, মুফতি হামিদ জামাল আশরাফীসহ অনেকে।