নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের সাথে হিন্দু ধর্মালম্বীদের মতবিনিময় সভা হয়েছে। শনিবার বেলা ১২ টায় পৌর শহরের ঠাকুর বাড়ি মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করে পূজা উদযাপন পরিষদ সিংড়া শাখা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা সভাপতি চাঁন মোহন হালদার। সহ-সাংগঠনিক সম্পাদক মানিক কুমার সাহা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিক, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফসার আলী, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল চন্দ্র সরকার প্রমূখ।