দিনাজপুরের কাহারোল উপজেলার সিংগারিগাঁও মৌজার সিনাতিপুকুর মাহাদিঘী মৎস্য জীবি সমবায় সমিতি বাংলা ১৪২৯-১৪৩১ সন ০৩ বৎসর মেয়াদে ২ লক্ষ ৫ হাজার টাকায় ইজারা প্রদান করেন জলমহল ব্যবস্থাপনা কমিটি। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি কাহারোল মনিরুল হাসান সাবেক উপজেলা নির্বাহী অফিসার গত ২৯/০৫/২০২২ ইং তারিখে ইজারা টাকা পরিশোধের জন্য পত্র দেন সভাপতি মাহাদিঘী মৎস্য জীবি সমবায় সমিতিকে। তাহারা পুকুরের শেষ কিস্তি ৭৫ হাজার ৫ শত টাকা ১৯/০৮/২০২৪ ইং তারিখে মাহাদিঘী মৎস্য জীবি সমবায় সমিতি টাকা পরিশোধ করেন। এলকার পাহাড়পুর গ্রামের হাফিজ উদ্দীনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন পুকুর দাবি করে সহকারী কমিশনার (ভূমি) কাহারোলকে ২ জনকে বিবাদী করে একটি আবেদন দিয়েছেন। বিবাদী হলেন পানিগাঁও গ্রামের মোঃ জলিল উদ্দীনের পুত্র মোঃ সিদ্দিকুর রহমান ও বুলিয়া বাজার গ্রামের মাঈনদ্দিন এর পুত্র মোঃ রাসেল। মাহাদিঘী মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান জানান, মোঃ দেলোয়ার হোসেন জোর করে আমাদের পুকুর দখল করার চেষ্ঠা করছে। এদিকে মোঃ দেলোয়ার হোসেন সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি মোবাইল ফোনে বলেন যে আমি সদস্যদের নিকট হতে পুকুরটি নিয়েছি। তবে সমিতির কোনো কাগজপত্র তার নিকট নেই। এ ব্যাপারে গত কাল শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) কাহারোল মোঃ বোরহান উদ্দীন এর সঙ্গে আমাদের প্রতিনিধির মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আবেদনের প্ররিপ্রেক্ষিতে উভয় পক্ষকে রোববার ডাকা হয়েছে সুষ্ঠ সমাধানের জন্য।