বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল ও সমাবেশ করেছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অংগসংগঠন দলের একাংশের নেতৃবৃন্দ। শনিবার সকল সাড়ে ১০ টায় চরভদ্রাসন সরকারি কলেজের মূল ফটক থেকে ওই নেত্রীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে এক মিছিল বের করা হয়। মিছিলটি চরভদ্রাসন পাইলট হাই স্কুল রোড হয়ে সদর বাজার ও উপজেলা চত্ত্বর প্রদক্ষিনের পর কলেজ রোডে ফিরে এসে এক সমাবেশ করেন। উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক মোঃ মোরাদ হোসেন মৃধা ও সদস্য সচিব আঃ ওয়াহাব মোল্যার নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি ও অংগসংগঠন দলের নেতা মোঃ ফজলুর রহমান মেম্বার, আবুল কালাম, মোঃ রহমত দেওয়ান, মোঃ তৌহিদ হোসেন, মোঃ শাহিন সিকদার, মোঃ শহিদ মোল্যা, শেখ আবদুল ওহাব ও বলরাম সরকার প্রমূখ।
বক্তারা বলেন, কিছুদিন আগে জেলার নগরকান্দা উপজেলায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের নামে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাই সমাবেশে বৃহত্তর ফরিদুরের অগ্নিকন্যা নামে খ্যাত শামা ওবায়েদকে জড়িয়ে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী তোলেন বক্তারা।